বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে আন্দোলনে এলাকাবাসী

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনায় আদালতের সামনে থেকে অপহৃত রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য আবুল কাসেম কালাকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খুলনার রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামবাসী খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংবাদ সম্মেলনে আবুল কাসেমের স্ত্রী রূপালী বেগম লিখিত বক্তব্যে বলেন, গত বুধবার সকাল ১০টার সময় আমার স্বামী ও দেবর ২১নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক ফরিদ মোল্লা দায়রা ৩১৬/১৫, সিআর মামলার তারিখ থাকায় হাজিরা শেষে আদালত থেকে বের হন। আনুমানিক দুপুর ১২টার দিকে আইনজীবী সমিতি ভবনের সামনে চায়ের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে একটি মাইক্রোবাসে করে আবুল কাসেম কালাকে কে বা কারা তুলে নিয়ে যায়। পরে ভগ্নিপতি মোঃ হালিম মোল্লার কাছ থেকে জানতে পারি, সন্ত্রাসী তুহিন মোড়ল আমার স্বামীর নাম ধরে ডাক দেয়। তার ডাকে আমার স্বামী আইনজীবী সমিতির উত্তর দিকে গেলে পানি উন্নয়ন বোর্ড খুলনা কার্যালয়ের সামনে রাখা কালো রংয়ের মাইক্রোবাসের কাছে গেলে তুহিন মোড়ল, জুলফিকার মোড়ল, সাইফুল ইসলাম তুহিন ও রুমান কাজীসহ অজ্ঞাত ৪/৫জন এবং মাইক্রোবাসের পাশে মোটরসাইকেলে আরো অজ্ঞাত দু’জন আমার স্বামীর মুখ চেপে ধরে তাকে নিয়ে চলে যায়। ঘটনার পরের দিন খুলনা থানায় গিয়ে ভগ্নিপতি বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করতে গেলে পুলিশ আবেদনটি জিডি আকারে গ্রহণ করে।
প্রশাসনের কাছে তার স্বামীকে দ্রæত উদ্ধারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন