বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এতো বড় অপরাধের শাস্তি দুই মিনিটের ফাঁসি মানা যায় না: ডা. জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৩:০৩ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ধর্ষণের মতো এতো বড় অপরাধ যারা করেছে তাদের দুই মিনিটের ফাঁসি মানা যায় না। তাদের জন্য ফাঁসির আন্দোলন না করে ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানানো উচিত।

আজ শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে জাফরুল্লাহ এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, আপনারা ফাঁসির আন্দোলন না করে ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানান। সম্রাটের মতো কারাদণ্ড না। আজকে পিজি হাসপাতালে ১১ মাস তারা ভিআইপি কেবিনে কাটায়। এ ধরনের ছলনা নয়। ’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন তার কন্যা হিসেবে আপনার কাজ হবে একটা সত্যিকার নির্বাচন দেওয়া। মধ্যবর্তী নির্বাচন দেওয়া। নয়তো ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। আপনি অনুগ্রহ করে ভারতীয়দের দ্বারা প্ররোচিত হয়ে চলাফেরা করবেন না।

তিনি বলেন, ‘আজকে আপনারা যদি মনে করেন এ আন্দোলন থেমে যাবে, এটা ভুল। থামলেও আপনি শান্তি পাবেন না। বঙ্গবন্ধু কবরে বসে শান্তি পাবে না। উনি নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন আজকের বাংলাদেশ দেখে। আজকে আমাদের সবার দায়িত্ব আপনাকে অনুরোধ করা। আপনি সড়কে নেমে এসে স্বচক্ষে দেখেন। ডিজিটাল বাদ দিয়ে এখানে আসেন আমাদের সামনে এসে দাঁড়ান। তবেই জাতি বুঝবে আপনি এ জাতীয় সমস্যা সমাধান করতে চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Md Rejaul Karim ১০ অক্টোবর, ২০২০, ৪:৫৩ পিএম says : 0
ডাঃ জাফরুল্লাহ স্যারের মন্তব্যের প্রত্যেকটি শব্দের সাথে পুরোপুরি একমত পোষণ করচ্ছি ধর্ষণের শাস্তি ক্রসফায়ার একমাত্র সমাধান সেটি এক মিনিট দুই মিনিট বড় বিষয় নয়।।।
Total Reply(0)
sats1971 ১০ অক্টোবর, ২০২০, ৫:৪০ পিএম says : 0
Hot and water are not same thing similarly male and female are not same,Now what we see in our country, while any female wants help from male, males are getting interest from female, one day raped happened, Today judicial and law enforcement very hard to drill it.Present Govt is very hard line to reduce crimes. Now our bangladesh is going to develop and changing our country, The criminals are trying to discontinue their crime reducing in hard line, So they are hardline trying to fall this govt and save their crime properties and others but the people of this country understand it.After 40 years high quality criminals caught and hung to death so all criminals activities trail must be completed by judicial department.This subjects not for public this subjects drill by judicial and law enforcement department.So victim will get justice for true case and will get punishment to false case. Community leaders are also help to correct judicial department .
Total Reply(0)
Khawa Shamsul Huds ১২ অক্টোবর, ২০২০, ৪:২৯ পিএম says : 0
আমি একটু ভিন্ন মত পোষণ করি। এদেশে শাস্তি, বিশেষ করে যাদের রাজনৈতিক সংশ্লিষ্টটা আছে, তাদের কাছে কোনো বিষয় না। শাস্তি যায় হোক এটার প্রয়োগ যথাযথ হয় না। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অল্প সময়ে বেরিয়ে আসা যায়, ফাঁসি ও উচ্চ পর্যায়ের ক্ষমা/করুনতে কার্য্ক্কর হয়না। উচিত জন আদালতে বিচার করে পিটিয়ে মেরে ফেলা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন