শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বার বার বিতর্কের মুখে পড়ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

শূটিং সেটে আট সহকারি নিয়ে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি সাইদুল ইসলাম রানার নির্মাণাধীন বীরত্ব সিনেমার শুটিং হয়েছে ফরিদপুরে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। সিনেমাটির প্রধান নায়ক-নায়িকা ইমন ও সালওয়া। এই সিনেমার প্রযোজকের পরের সিনেমায় অভিনয় করতে হলে ‘বীরত্ব’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করতে হবে, এমন শর্তে রাজি হন মিষ্টি জান্নাত। এই আইটেম গানে অংশ নিতে তিনি আট সহকারি নিয়ে শুটিংয়ে হাজির হন। তাতে শুটিং সেটের সবাই এক বিব্রতকর পরিস্থিতি পড়েন। অনেকে প্রশ্ন তোলেন, এক দিনের শুটিংয়ের জন্য যদি আট জন সহকারী নিতে হয়, তাহলে মিষ্টি যদি সিনেমাটির প্রধান নায়িকা হতেন তাহলে কয় জন সহকারী নিতেন? করোনাকালে যেখানে শুটিংয়ে লোকসংখ্যা কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার কথা বলা হয়েছে, সেখানে আট জন সহকারী নিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে মিষ্টি সমালোচনার মুখে পড়েছেন। এ ব্যাপারে মিষ্টির বক্তব্য হচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজারের টাকা তো ইউনিট দেয় না, আমিই দিই। তাদের খাবারও শুটিং ইউনিটের বাইরে থেকে আনা হয়েছিল। ঢাকা থেকে অনেক দূরে শুটিং হওয়ায় নিরাপত্তার স্বার্থে আমাকে এত লোক নিয়ে যেতে হয়েছে। তাছাড়া অন্য সমস্যার কারণে আমার একটু প্রোটেকশনও দরকার ছিল। কিছু মানুষ আমাকে মাঝে মধ্যে হুমকি দিচ্ছিলল। পরিবারের সবাই এ জন্য ভয়ে আছেন। ঢাকার বাইরে শুটিং থাকলে আমার ভিআইপি প্রোটেকশন থাকে। এ জন্যই নিয়ে যাওয়া। উল্লেখ্য, সম্প্রতি মিষ্টি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে বাংলা সিনেমা তার ভাল লাগে না বলে মন্তব্য করেন। নিজের সিনেমা ছাড়া অন্য কারো সিনেমা তার পছন্দ না। তিনি মনে করেন, সেসব সিনেমার শিল্পীরা তার লেভেলের না। মিষ্টি নিজেকে সর্বোচ্চ লেভেলের দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন