মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জিন সংশোধিত গম উৎপাদন আর্জেন্টিনায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

বিশ্বের প্রথম দেশ হিসেবে জিন সংশোধন করা গম উৎপাদনে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটির কৃষিমন্ত্রী এ ঘোষণা দেন। এছাড়া এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে আর্জেন্টিনার বিজ্ঞান মন্ত্রণালয়ও। এতে বলা হয়েছে, আমরা এমন একটি সংশোধিত গমের জাতকে অনুমোদন দিয়েছি যা খরা প্রতিরোধী। খবরে জানানো হয়েছে, আর্জেন্টিনা বিশ্বের ৪র্থ গম রপ্তানিকারক দেশ। তবে দেশটি এখন আরো বেশি গম উৎপাদন করতে চায়। এ লক্ষ্যে তারা গমের জাত উন্নয়নে ব্যাপক গবেষণা চালু রেখেছে। এ নিয়ে দেশটির জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিশন জানিয়েছে, তারা যে সংশোধিত জিনের গম অনুমোদন করেছে তা বিশ্বে প্রথম। যদিও এ নিয়ে কিছু বিশেষজ্ঞ উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, এই গম উৎপাদনের পর তা নিয়ে গমের বাজারে একটা অচলাবস্থা সৃষ্টি হতে পারে। কারণ, ভোক্তারা এখনো জিন সংশোধিত গমের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। অনেকেই মনে করছেন এরফলে শারীরিক সমস্যায় পড়তে হতে পারে তাদের। একইসঙ্গে, অনেক বিশেষজ্ঞ এর পরিবেশগত প্রভাবের কথাও বলছেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন