বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাঙামাটি জেলা সড়ক পরিবহনের ৯ দফা দাবি

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে ৯ দফা দাবি আদায়ের লক্ষে কাপ্তাই জেটিঘাট প্রধান কার্যালয়ের সামনে গতকাল শনিবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতি আলহাজ মো. লোকমান কন্ট্রাকটারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিআইডব্লিইটিএ’র অভিযানে ক্ষতিগ্রস্ত মালিকদের বিআরটিএ’র কাছে জমাকৃত ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ করতে হবে এবং না দেয়া পর্যন্ত ড্রাইভারদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চলাচলের সুযোগ করে দিতে হবে। সড়ক ও মহাসড়কে পুলিশ হয়রানি, সন্ত্রাসী, চাঁদাবাজী বন্ধ করতে হবে। এছাড়া বিআইডব্লিউটিএ বিভিন্ন ফেরিঘাট ও টার্মিনালঘাট ইজারা দেয়া বন্ধ করে পূর্বের ন্যায় বিআইডব্লিউটিএর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে বলে উল্লেখ করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন, দক্ষিণ ট্রাক মালিক সমিতির দফতর সম্পাদক মো. মাহাবুব আলম, সহ-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্রমুখ। এ মানববন্ধনে আগামী ১২ ও ১৩ অক্টোবর দেশব্যাপী ৯ দফা দাবি আদায়ের লক্ষে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করার আহবান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন