বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাক প্রতিবন্ধীকে নির্যাতন করলো সাবেক পুলিশ

বল ঘরে যাওয়ায়

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

খেলতে গিয়ে বল ঘরে চলে যাওয়ায় বাক প্রতিবন্ধী শিশুকে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাড়িটি ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জনরোষ এড়াতে অভিযুক্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান, তার স্ত্রী শাহানাজ পারভীন ও শ্যালক মাহফুজুর রহমান পুলিশ ভ্যানে উঠে আত্মরক্ষা করেন।
জানা যায়, দুপুরে শহরের বড়হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকায় ক্রিকেট খেলছিল এলাকার কিছু শিশু। এক পর্যায়ে বল চলে যায় ওই পুলিশ সদস্যের বাড়িতে। এ সময় বাক প্রতিবন্ধী শিশু জাবেদ হোসেন বল আনতে ওই বাড়িতে ঢুকলে তাকে বেঁধে নির্যাতন চালায় ওই পরিবার।
বিয়ষটি টের পেয়ে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে বাড়িটি ঘেরাও করে। খবর পেয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান ঘটনাস্থলে গেলে তাকে লাঞ্ছিত করে স্থানীয় জনতা। হাবিবুর রহমানের দাবি শিশু জাবেদকে বেঁধে রাখা হয়েছিল মারা হয়নি। সেখানে থাকা পুলিশের কেউ এ ব্যাপারে কথা বলেননি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন