দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকা-ে লিটন স্টোর নামে একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে অগ্নিদগ্ধ হয়ে দোকান মালিক মনির হোসেন (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মুদি দোকানে লিটন স্টোর নামে মুদি দোকান বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অগ্নিকা- ঘটলে মুহূর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও তৎক্ষণাত দোকানের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয় দোকান মালিক। আগুনে প্রায় ৩ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন