বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে ‘ভালো চুক্তি’ চান বাইডেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৯:২৭ এএম

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে ‘ভালো কোনো চুক্তি’ সই করতে চান।ওয়াশিংটন পোস্ট এমন সময় এ দাবি করল যখন বাইডেন এতদিন বলে এসেছেন তিনি নির্বাচিত হলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নিয়ে আসবেন।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জশ রগিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টোফার কুনজের বরাত দিয়ে দাবি করেছেন, বাইডেন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে আরো ভালো চুক্তি স্বাক্ষরের জন্য তেহরানের সঙ্গে আলোচনা শুরু করবেন।তবে এ ব্যাপারে জো বাইডেন বা অন্য কোনো ডেমোক্র্যাট নেতা সরাসরি কোনো বক্তব্য দেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন। ট্রাম্প শুক্রবার অত্যন্ত ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্য দিয়ে আবারো দাবি করেছেন, তিনি আগামী মাসের নির্বাচনে বিজয়ী হলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে তার ভাষায় আরো ভালো চুক্তি স্বাক্ষর করবেন।

ইরান অবশ্য এ ব্যাপারে তার বক্তব্য স্পষ্ট করে রেখেছে। তেহরান বলেছে, দীর্ঘদিন আলোচনা করার পর যে সমঝোতা অর্জিত হয়েছে তা নিয়ে নতুন করে কোনো আলোচনা বা নতুন কোনো সমঝোতা হবে না। আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে; তারপর এই সমঝোতার আওতায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Abdus Samad Rony ১১ অক্টোবর, ২০২০, ৫:৫৬ পিএম says : 0
সবাইকে লাইনে আসতে হবে।
Total Reply(0)
নুরজাহান ১১ অক্টোবর, ২০২০, ৫:৫৭ পিএম says : 0
আমেরিকার মাতুব্বারির দিন শেষ
Total Reply(0)
প্রিয়সী ১১ অক্টোবর, ২০২০, ৫:৫৭ পিএম says : 0
ইরাণকে তাদের অবস্থানে অটল থাকতে হবে।
Total Reply(0)
রিপন ১১ অক্টোবর, ২০২০, ৬:০০ পিএম says : 0
সমঝোতার চেয়ে ‘ভালো চুক্তি’ মানে সব নিষেধাজ্ঞা তুলে দিবেন নাকি ?
Total Reply(0)
টুটুল ১১ অক্টোবর, ২০২০, ৬:০১ পিএম says : 0
অপেক্ষায় থাকলাম যে, সমঝোতার চেয়ে ‘ভালো চুক্তি’ কি করেন, সেটা দেখার জন্য
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন