দাউদকান্দি পৌরসভার মোল্লা কমিউনিটি সেন্টারে আল্লামা শাহ আহম্মদ শফি রাহ. আল্লামা আশরাফ আলী রাহ. ও আল্লামা মুফতি সাঈদ আহমদ রাহ. স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার দাউদকান্দি পৌরসবার ইত্তেফাকুল আইয়িম্মাহ, এর সভাপতি মাও. মুহাম্মদ আবু ইউসুফ মুন্সীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাও. নজরুল ইসলামের পরিচালনায় বক্তরা বলেন আল্লামা শাহ আহমেদ শফি ছিলেন অনেক গুনের অধিকারী যেমন তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে কলমযোদ্ধা, নাস্তিকের বিরুদ্ধে বর্জকঠিন সিপাহসালা, আত্মশুদ্ধির ময়দানে জগত বিখ্যাত বুজুর্গ। বক্তব্য রাখেন, আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা হাসান জামিল, ড. নুরুল আবছার আল- আযহারী, মাওঃ তৈয়ব সুলতানী, মাওঃ আনাস সুলতানী, মুফতী আমজাদ হোসাইন, আল্লামা মাহফুজুল হক সাহেব, আল্লামা আশরাফ আলী নিজামপুরী, মাওঃ আতাউল্লাহ আমিন ভৈরব, মাওঃ লোকমান মাজহারী, মুফতী সামছুল ইসলাম জ্বিলানী। আল্লামা আব্দুল্লাহ গাজীপুরী, মুফতী নুরুজ্জামান, মাওঃ সালমান, মাওলানা আনিসুর, মাওঃ আব্দুল কুদ্দুস ফারুকী, মাওঃ আবু মুছা, মাওঃ নজির আহম্মেদ, মাওঃ আনোয়ারুল্লাহ, মাওঃ দ্বীন মোহাম্মদ, মাও, আহমেদ উল্লাহ, মাওঃ আহসান উল্লাহ, মুফতী আশফাকুর রহমান, মাওঃ শরীয়ত উল্লাহ সহ শতাধিক ওলামায়ে কেরাম বক্তব্যে রাখেন। এ স্মরণ সভায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন উপস্থিত হয়ে তাদের সাথে একাত্ততা প্রকাশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন