শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যৌন নির্যাতনের তদন্ত ২ মাসে সমাপ্তের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

নারীর প্রতি যৌন সহিংসতা রোধে আইনি জটিলতা কমিয়ে দ্রæত ব্যবস্থা নিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনায় দুই মাসের মধ্যে পুরো তদন্ত সমাপ্ত করার নির্দেশ দিয়েছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নতুন নির্দেশনা পাঠিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নারীদের প্রতি সবধরনের সহিংসতার ক্ষেত্রে পুলিশি পদক্ষেপ বাধ্যতাম‚লক বলা হয়েছে। দ্রæত পদক্ষেপ নিতে গাফিলতি করলে তার জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে এ আদেশে। এছাড়া, নির্যাতনের শিকার হয়ে মৃত্যুপথযাত্রী কারও জবানবন্দি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেয়া না হলেও সেটি বাতিল করা যাবে না বলে ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিম‚লক ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। স¤প্রতি ভারতের উত্তরপ্রদেশের হাথরসে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। টাইমস অব ইন্ডিয়া, এবিপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন