শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় নারী থ্রোবল ২০ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৮:১৮ পিএম

দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৪র্থ জাতীয় নারী থ্রোবল চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে আগামী ২০ অক্টোবর।

আট দলের অংশগ্রহণে তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে। অংশ নেয়া দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ থ্রোবল ক্লাব, বাংলাদেশ আনসার, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও মিরপুর থ্রোবল একাডেমি। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) ও থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং যুগ্ম সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন