শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেঞ্চুরি ছাড়াই ১০ হাজারী ক্লাবে সোয়েব মালিক

এশিয়ার প্রথম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পেরিয়েছেন শোয়েব মালিক। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে এই স্বাদ পেলেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার। অবিশ্বাস্যভাবে, কোনো সেঞ্চুরি ছাড়াই এই উচ্চতায় পা রাখলেন মালিক। গতপরশু পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খাইবার পাখতুনখাওয়ার হয়ে বেলুচিস্তানের বিপক্ষে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেছেন মালিক।

মালিকের আগে সব মিলিয়ে ১০ হাজার ছুঁতে পেরেছেন কেবল দুই জন ব্যাটসম্যান। ৪৬২ ইনিংস খেলে ১০ হাজার ৩৭০ রান করেছেন কাইরন পোলার্ড। ৩৯৬ ইনিংসে ১৩ হাজার ২৯৬ রান করে সবার ধরাছোঁয়ার বাইরে ক্রিস গেইল। ৩৬৮ ইনিংসে মালিকের রান এখন ১০ হাজার ২৭। ৯ হাজার ৯২২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ৯ হাজার ৫০৩ রান করে তালিকার পাঁচে ডেভিড ওয়ার্নার। এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে মালিকের পরে আছেন বিরাট কোহলি। আইপিএলে শনিবার ৯০ রানের দুর্দান্ত ইনিংসটি খেলার পর কোহলির রান এখন ৯ হাজার ১২৩।

ক্রিকেট বিশ্বজুড়ে ২৩টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মালিক। ১০ হাজার ছুঁলেও এই সংস্করণে এখনও সেঞ্চুরির স্বাদ পাননি মালিক। ফিফটির দেখা পেয়েছেন ৬২ বার। তার সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৫। মালিকের পর সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রান শিখর ধাওয়ানের ৭ হাজার ৪২৬। ভারতীয় ব্যাটসম্যানের ফিফটি ৫৪টি, সর্বোচ্চ অপরাজিত ৯৭।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammed Ruhul Amin ১৪ অক্টোবর, ২০২০, ৭:৫৩ পিএম says : 0
best of luck sayed malik
Total Reply(0)
Mohammed Ruhul Amin ১৪ অক্টোবর, ২০২০, ৭:৫৩ পিএম says : 0
best of luck sayed malik
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন