বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে ৫ ডাকাত আটক, ৭ জেলে উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ৬:৫৪ পিএম

টেকনাফের নোয়াখালীয়াপাড়া সংলগ্ন সমুদ্রে ডাকাতের কবল থেকে সাতজন বাংলাদেশী জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অপহরণকারী পাঁচজন ডাকাত আটক করা হয়।

আটক সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক।

এসময় ওই নৌকায় তল্লাশি চালিয়ে দু’টি দেশি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

আটক ডাকাতরা হলো বাকগুল্লা (২২), শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)।

এরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে তারা।
জানা যায়, সোমবার ভোরে টেকনাফ কোস্টগার্ডের নিয়মিত টহল চলাকালীন নোয়াখালীপাড়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে সমুদ্র থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করে।

এসময় তাদের নৌকা থেকে ৭ জন বাংলাদেশি জেলেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার বাংলাদেশি জেলেদের ডুবে যাওয়া একটি নৌকাও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সবাই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন