বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কোভিড-১৯ মুক্ত দাবি ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

কোভিড-১৯ থেকে পুরোপুরি সেরে উঠেছেন এবং তিনি আর অন্যদের জন্য সংক্রমণের ঝুঁকি বহন করছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো প্রমাণ না দেখিয়েই নিজেকে পুরোপুরি করোনাভাইরাস মুক্ত বলেও দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তাদের কোভিড-১৯ সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য ট্রাম্পের এই দাবিতে একটি ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের চিকিৎস শন কনলি জানিয়েছিলেন, প্রেসিডেন্টের আরেকটি পরীক্ষা করা হয়েছে আর তাতে দেখা গেছে তিনি আর ‘অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিতে’ নেই। কিন্তু পরীক্ষায় ট্রাম্পের কোভিড-১৯ নেগেটিভ এসেছে কিনা সরাসরি তা জানাননি তিনি। রোববার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি সর্বোচ্চ পরীক্ষা পার হয়েছি, সর্বোচ্চ মানের পরীক্ষা আর আমি এখন দুর্দান্ত অবস্থায় আছি। “মনে হচ্ছে আমি এর থেকে সুরক্ষিত, আমি জানি না, হয়তো দীর্ঘ সময়ের জন্য অথবা হয়তো অল্প সময়ের জন্য। সারাজীবনের জন্যও হতে পারে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন