শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে দশ সেনাসহ নিহত ১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

ফের রক্তাক্ত হলো আফগানিস্তান। রাস্তার ধারে পড়ে থাকা বোমা বিস্ফোরণে মারা গেলেন ১০ জন আফগান ন্যাশনাল আর্মির সেনা। বিস্ফোরণে মারা গেছেন ৩ জন সাধারণ মানুষও। বেশ কয়েকজন আহত হয়েছেন এই বিস্ফোরণে। আফগানিস্তানের শের ই পাল প্রদেশে সেনা কনভয়কে নিশানা করা হয়েছিল। তালেবান বা অন্য কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রালয় স‚ত্রে খবর, দেশটির বাঘলানে আরও একটি মাইন উদ্ধার করা হয়েছে। সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে, কয়েকদিন আগেই লাঘমানে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৮ জনের। লাঘমানের প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের কনভয় লক্ষ্য করে এদিন বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রাদেশিক গভর্নর। ৮ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন ৩০ জনেরও বেশি মানুষ। প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের সামান্য আঘাত লাগলেও, তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান গভর্ণর এখন সুস্থ রয়েছেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন