বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাক্ষ্য দিলেন ম্যাজিস্ট্রেট

আবরার হত্যা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি। তিনি আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো.কামরুজ্জামানের আদালতে তিনি সাক্ষ্য দেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন।
এদিন ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। এর আগে গত ৫ অক্টোবর মামলাটির প্রথশ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৭ অক্টোবর পর্যন্ত মামলাটির সাক্ষ্য গ্রহণ চলবে। মাঝে সরকারি ছুটির দিন বাদ যাবে। মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে। ভারতের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্রলীগ নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করে আবরারকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন