শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাভারে পোশাক কারখানার কাপড় চুরির অভিযোগে পাঁচ কর্মকর্তা গ্রেফতার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৫:২২ পিএম

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কাপড় চুরি করার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গ্রেফতার ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে ভোরে সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকার ‘এইচ আর টেক্সটাইল লিমিটেড’ কারখানা থেকে ষ্টোর ইনচার্য মেহেদী হাসান (২৬), কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (৩১), সিকিউরিটি ইনচার্য মশিউর রহমান (৪৭), সিকিউরিটি সুপার ভাইজার এরশাদ মোল্ল্যা (২৫) ও ষ্টোর সহকারী আকবর হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ভোর রাতে ওই পাঁচ কর্মকর্তা কারখানায় মজুদ রাখা প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিন টন ফেব্রিক্স (কাপড়) চুরি করে কারখানার মুল ফটক দিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে কারখানা কতৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেব্রিক্স চুরি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে।
এঘটনায় কারখানার ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) মনিরুল ইসলাম বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন