মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রিজভীর এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ২:৫৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৫ অক্টোবর) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার এনজিওগ্রাম হয়।

ল্যাবএইড হাসাপাতালের বিশেষজ্ঞ ডা: অধ্যাপক সোহরাবুজ্জামান ও অধ্যাপক জাহেদ এর নেতৃত্বে এনজিওগ্রাম করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রুহুল কবির রিজভীর এনজিওগ্রাম অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। এ সময় ড্যাবের চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু ও

ডা. রফিকুল ইসলাম তাদের সঙ্গে ছিলেন। রুহল কবির রিজভীর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার চিকিৎসকের বরাত দিয়ে জানান, রুহুল কবির রিজভীর শারীরিক তেমন কোনো জটিলতা নেই।

তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

তুষার জানান, ৪ সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। এমনিতে সার্বিকভাবে সুস্থ আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন