বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুজিববর্ষেই হবে বাংলাদেশ গেমস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৭:৩৬ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে চলতি বছরের এপ্রিলে শুরু হতে পারেনি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। তবে জাতির জনকের নামে ঘরোয়া বৃহৎ এই ক্রীড়া আসর মুজিববর্ষেই দেশে বসবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা জানান তিনি। রাসেল বলেন,‘করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। তবে পরিস্থিতি এখনো অনুকুলে না আসলেও আমরা মুজিববর্ষেই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজনের চেষ্টা করবো।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত দেশে পালিত হচ্ছে মুজিববর্ষকরোনাভাইরাসের প্রভাবে এবছর জাতির জনকের জন্মশতবার্ষিকীতে জাঁকজমকপূর্ণভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী মার্চের মধ্যে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হবে। যার মধ্যে রয়েছে ক্রীড়ার কয়েকটি আসর।

ধানমন্ডিস্থ বাস্কেটবল জিমন্যাশিয়ামের জীর্ণ অবস্থা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স হওয়ার কথা রয়েছে। যদি ওই কমপ্লেক্সের কাজ শুরু করতে আরও দেরি হয়, তাহলে বাস্কেটবল জিমন্যাশিয়াম সংস্কার করে দেয়ার চেষ্টা করবো।’ করোনাকালে দুস্থ ক্রীড়াবিদদের জন্য দ্বিতীয়ধাপের সহযোগিতার কথা বলেন জাহিদ আহসান রাসেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশের দুস্থ ক্রীড়াবিদদের জন্য দ্বিতীয় ধাপে সহযোগিতা দেবো আমরা। সেই কার্যক্রম চলছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন