বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

মা হচ্ছেন জান্নাতুল পিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

মা হচ্ছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি ফেসবুকে বেবি বাম্পসহ ছবি দিয়ে তিনি নিজেই এ খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি। জান্নাতুল পিয়া ২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে সংসার শুরু করেন। প্রথমবারের মতো তাদের সংসারে নতুন অতিথি আসার সংবাদ দিতে পেরে পিয়াও অত্যন্ত খুশি। মা হওয়ার আনন্দ ভাগাভাগি করতেই তিনি ফেসবুকে ছবি আপলোড করেন। উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন