বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সম্প্রচারে আসছে আধুনিক প্রযুক্তি নিয়ে ইউটিভি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

আগামী ৩০ নভেম্বর থেকে পরীক্ষামূলক সম্প্রচারে আসছে রূপসী বাংলা মিডিয়া লিমিটেড এর ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা লাইফস্টাইল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘ইউটিভি’। ‘১৬ আনাই বাঙালিয়ানা’ স্লােগান নিয়ে ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া ও নিউইয়র্ক থেকে পাঁচটি আলাদা বেজ-স্টেশনের মাধ্যমে পরিচালিত হবে চ্যানেলটি। ঢাকা, সিঙ্গাপুর, লন্ডন, অস্ট্রেলিয়া ও নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যবসায়ী, পেশাদার সাংবাদিক এবং মিডিয়া হাউসের কর্ণধার রয়েছেন বিনিয়োগকারী হিসেবে। মূল প্রতিষ্ঠান এর পুরো অপারেশনের দায়িত্বে আছে রূপসী বাংলা মিডিয়া লিমিটেড। সার্ভার, ক্যাবল ও স্যাটেলাইট-এ তিনটি মাধ্যমেই থাকছে সম্প্রচার ফিড। শুরুতেই চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। এতে সম্প্রচারের শুরুতেই চ্যানেলটি বিপুলসংখ্যক দর্শক দেখতে পাবেন। সর্বাধুনিক এফ এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি হবে উন্নত ও পিকচার কোয়ালিটি ঝকঝকে হবে চ্যানেলটির কর্তৃপক্ষ জানান। প্রতিষ্ঠানটির পরিচালক এফ খান জানান, ইউটিভির লোগোর মিক্সড কনসেপ্ট মনে করিয়ে দেয় আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা। একতাবদ্ধ সংকল্প সময়ের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের দেশ বিনির্মানের যে গল্প লেখা হয়েছিলো তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বেশ কিছু গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের নির্মাণকাজ শুরু হয়েছে ইতোমধ্যে। তিনি জানান, ২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, সিনেমা, টকশো, লাইভ ইভেন্ট, রিয়্যালিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এ চ্যানেলের মূল লক্ষ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন