মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশিদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইতালি -পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৮:২৬ পিএম

বাংলাদেশিদের জন্য আকাশপথে যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইতালি। আজ বৃহস্পতিবার এক বার্তায় এই সুখবর দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ থেকে ইতালিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। এ কারণে অনেক ইতালি প্রবাসী দেশে এসে আটকা পড়েছেন। তাদের জন্য অবশেষে স্বস্তির খবর এসেছে। পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, ইতালিতে যেসব বাংলাদেশির থাকার বৈধ অনুমতিপত্রের মেয়াদ আছে, তারাই শুধু দেশটিতে যেতে পারবেন। আর যাদের বৈধ অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পুনরায় ভিসার জন্য আবেদন করতে হবে। ইতালিয়ান পুলিশের যাচাই বাছাইয়ের পর আবেদনকারীদের ভিসা দেয়া হবে। এক্ষেত্রে পুলিশ যেন দ্রæত তাদের প্রক্রিয়া সম্পন্ন করে সেজন্য বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। তবে ইতালি এখনও নতুন ভিসা প্রদানের আবেদন প্রক্রিয়া শুরু করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন