শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৮৭৫ মেট্রিক টন ইলিশ রফতানি

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

বেনাপোল বন্দর দিয়ে মোট ১ হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। যার দাম এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের ওজন গড়ে ১ কেজি ২০০ গ্রাম।

গতকাল বৃহস্পতিবার শেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে যায়। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বাংলাদেশ সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রফতানিকারককে মোট ১ হাজার ৮৭৫ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দেয়। গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে যায়।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় ইলিশ মাছ রফতানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রফতানি হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার।
২০১৯ সালের ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারো বন্ধ থাকে ইলিশ রফতানি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন