শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রীলঙ্কায় বন্দিশিবিরে ৬ মাস মুসলিম আইনজীবী, বিভিন্ন মহলের উদ্বেগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ১১:০৫ পিএম | আপডেট : ১২:১৫ এএম, ১৬ অক্টোবর, ২০২০

শ্রীলঙ্কায় হেজাজ হিজবুল্লাহ নামে এক প্রখ্যাত মানবাধিকার আইনজীবীকে মাস বন্দীশিবিরে রাখার খবর পাওয়া গেছে। এপ্রিলে তাকে সন্ত্রাবাদের অভিযোগে আটক করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। এ ঘটনায় মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে। এতে শান্তিপূর্ণ ভিন্ন মত প্রকাশে বাধা এবং আইনী পরামর্শ দেয়া ব্যাহত হচ্ছে বলে মনে করেন তারা। -আল জাজিরা

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর এটাই সব চেয়ে বড় হামলা। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলী বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে পুলিশ যথাযথ প্রমাণ হাজির করতে পারেনি। জাতিসংঘের আহ্বান সত্ত্বেও তার আটকাদেশে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ দুলাল মিয়া ১৫ অক্টোবর, ২০২০, ১১:২০ পিএম says : 0
শ্রীলঙ্কার দুতাবাস বন্ধ করে দেওয়ার জন্য হুকুম তামিল করার জন্য বাংলাদেশ সরকার কে নির্দেশ পধান করলাম।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন