শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাদকপাচারের দায়ে মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ২:৫০ পিএম

মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী সালভাদর সিইনফিউগোসকে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে মার্কিন মাদক প্রশাসনের অনুরোধেই তাকে আটক করা হয়। সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর অধীন ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সালভাদর মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরিবারকে নিয়ে তিনি ভ্রমণে গেলে লসঅ্যাঞ্জেলেস বিমানবন্দরে তিনি গ্রেফতার হন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এলরাদ এক টুইট পোস্টে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাকে জানানো হবে।
মেক্সিকোর অনুসন্ধানী সাময়িকী প্রোসেসো জানিয়েছে, ‘গডফাদার অপারেশন’ নামে দীর্ঘমেয়াদি একটি তদন্তের ফলে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে মাদকপাচার সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে। খবর এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন