মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

রাস্তার মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটি সরান

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী একটি জনবহুল গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষ এই রাস্তাটি ব্যবহার করে। রাস্তাটি যখন ছোট ছিলো তখন রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ছিলো, সম্প্রতি রাস্তা চওড়া করা হয়েছে ফলে বৈদ্যুতিক লাইনের খুঁটিটি রাস্তার মাঝখানে এসে পড়েছে। অথচ ১ বছর হতে চললো খুঁটি সরানোর ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এই রাস্তাদিয়ে প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের অনেক কর্মী যাতায়াত করেন, অথচ কারো নজরেই যেন পড়েনি এই খুঁটি। তাছাড়া রাস্তা চওড়া হওয়াতে ছোট-বড় অনেক গাড়িই যাতায়াত করে। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়বার কে নেবে? তাই যথাযথ কর্তৃপক্ষ যাতে দ্রুত খুঁটিটি রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।

মো. তোফায়েল আহমেদ
মতলব উত্তর, চাঁদপুর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন