বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুইজারল্যান্ডে ট্রেনে আগুন দিয়ে ছুরি হামলা : আহত ৬

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরানোর পর ছুরি হামলা চালিয়ে ছয়জনকে আহত করেছেন এক যুবক। স্থানীয় সময় গতকাল দুপুরে সেন্ট গালেনের সলেতে এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
সন্দেহভাজন হামলাকারী ২৭ বছর বয়সী সুইস বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।
বাচ ও সেনওয়াল্ড শহরের মাঝামাঝি সলে স্টেশনের দিকে ট্রেনটি যাওয়ার সময় ওই যুবক ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা চালান তিনি। হামলাকারী নিজেও আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার পোড়া ও  ছুরিকাঘাতের জখম রয়েছে। আহতদের মধ্যে ছয় বছরের এক শিশু রয়েছে। Ñসূত্র : রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন