শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে উন্নয়নমূলক কাজের উদ্বোধন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

খাদ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির এমপি দীপংকর তালুকদার গতকাল শনিবার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে ৫ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, বঙ্গবন্ধু সড়ক বাতির উদ্বোধন এবং ব্যাংছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহার পরির্দশন করেন। এ ছাড়া তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই ইউনিয়নের ২নং বিট পুলিশের আয়োজন ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এমপি দীপংকর তালুকদার গতকাল সকলে প্রথমে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিতব্য ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একাডেমি ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৭৫ হাজার টাকা ব্যয়ে ব্যাংছড়ি মারমা পাড়া চিতা খোলা ও শ্মশান মঙ্গল ঘরের উদ্বোধন এবং এলজিইডি এর অর্থায়নে ১ কোটি ব্যয়ে ব্যাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন