বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিধবার দোকান ঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

কালকিনি উপজেলার ডাসারের ধামুসা গ্রামে কাঠালতলা বাজারে নাজমা বেগম নামের এক বিধবার একটি মুদি দোকান ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষদের শান্তিপূর্ণ অবস্থানে থেকে আইনি প্রক্রিয়ায় বিষয়টির সুরাহা করতে বলেছে ডাসার থানা পুলিশ। তবে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী জানায়, গত ২ যুগ আগে টিনসেট দোকান ঘরটি নির্মাণ করে ডাসার গ্রামের সৈয়দ হিরু মিয়া। তার মৃত্যুর পর দোকানটির পরিচালনা করে আসছিলেন তার স্ত্রী নাজমা বেগম। কিন্তু হঠাৎ করেই সেই দোকানের জায়গা নিজেদের দাবি করে দখল করতে গত ১২ অক্টোবর দলবল নিয়ে ঘরটি ভেঙে দেয় সৈয়দ আবুল কালাম। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে সালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টির সমাধানের কথা বলে। কিন্তু সালিশ মীমাংসা না করেই ১৫ অক্টোবর ফের দখলের চেষ্টা চালায় সৈয়দ আবুল কালাম। এ বিষয়ে জমি দখল করতে আসা সৈয়দ আবুল কালাম বলেন, উক্ত জমি ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য আমরা দান করেছিলাম। কিন্তু ধর্মীয় কোনো প্রতিষ্ঠান না হওয়ায় জমি ফেরত চাচ্ছি। এ ব্যাপারে নাজমা বেগমের দাবি গায়ের জোড়ে তারা জমি দখল করতে চায়। ডাসার থানার ওসি মো. আব্দুল ওহাব বলেন, দোকান ঘর ভাঙার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের উভয়পক্ষকে শান্তিপূর্ণ অবস্থানে থেকে বিষয়টির সুরাহা করতে বলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন