শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রধানমন্ত্রীর বাড়ি পেল প্রতিবন্ধী

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর বাড়ি পেল প্রতিবন্ধি রুবিনা বেগম। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামে প্রতিবন্ধী রুবিনা বেগমকে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ির ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। সভায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা কেউ নিরাশ্রায় থাকবেনা। মুজিববর্ষের এই শ্লোগান বাস্তবায়নের অংশ হিসেবে রুবিনা বেগমকে এই বাড়ি প্রদান করা হলো। প্রতিবন্ধী রুবিনা বেগমকে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুটি পাকা ঘরসহ একটি বাড়ি বরাদ্ধ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন, এসিল্যান্ড কানিজ আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল ও খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন