শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ধর্মঘটের সমর্থনে বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

আগামীকাল মধ্যরাত থেকে ধর্মঘটের সমর্থনে নৌযান শ্রমিকরা গতকাল বরিশাল নদীবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে। নদী বন্দরের পন্টুন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নদীবন্দরে এক সক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখার সভাপতি শেখ আবুল হাশেম এবং যুগ্ম সম্পাদক একিন আলী মাস্টার। 

বক্তারা বলেন, তারা দীর্ঘদিন যাবত ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছেন। সর্বশেষ গত মার্চ মাসে শ্রমিক ধর্মঘটের মুখে সরকার শ্রমিকদের দাবি মেনে নেবার প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত একটি দাবিও বাস্তবায়িত হয়নি। আগামীকালের মধ্যে নৌযান শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়ন না করলে ওইদিন রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবে। নৌযান শ্রমিকদের ১১ দফা দাবিগুলোর মধ্যে, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় কোন শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান, নৌপথে নাব্যতা রক্ষা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধের দাবিও রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন