শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহেশখালীতে নিখোঁজ গৃহবধূর লাশ মিলল শ্বশুর বাড়ির উঠানের গর্তে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১২:২০ পিএম

মহেশখালীতে পাঁচদিন পর নিখোঁজ গৃহবধূর আফরোজার লাশ পাওয়া গেছে শ্বশুর বাড়ির উঠানের গর্তে।

শনিবার রাতে স্বামী রাকিব হাসান বাপ্পীর বাড়ির উঠোনের আঙিনায় পুঁতে রাখা অবস্থা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আফরোজার বড়ভাই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দীনের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি সার্কেল ও ওসি।

তথ্য মতে, উত্তর নলবিলার আওয়ামী লীগ নেতা হাসান বশিরের দ্বিতীয় স্ত্রীর ছেলে বদরখালী কলেজের প্রভাষক রাকিব হাসান বাপ্পীর সাথে হোয়ানক পুঁইছড়ার মোঃ ইসহাকের মেয়ে আফরোজার বেগমের প্রায় ৯ মাস আগে বিয়ে হয়।

এটি নাকি দুইজনেরই দ্বিতীয় বিয়ে। এর মধ্যে আফরোজার স্বামী মারা যায় এবং বাপ্পী স্ত্রীকে তালাক। কিন্তু আফরোজার বিয়ের পর বাপ্পী নতুন করে তালাক দেয়া স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করে।

এনিয়ে দুজনের মাঝে দাম্পত্য কলহ শুরু হয় এবং প্রায় আফরোজাকে নির্যাতন করার অভিযোগও রয়েছে বাপ্পীর বিরুদ্ধে। এই নিয়। আদালতে মামলাও রয়েছে এবিষয়ে ।

এর মধ্যে ১২ অক্টোবর নিখোঁজ হয় আফরোজা। কিন্তু তার নিখোঁজের সাথে সাথে পালিয়ে যায় স্বামী রাকিব হাসান বাপ্পী। এরপর থেকে আফরোজার পরিবারের লোকজন বিভিন্নভাবে খোঁজ করেও পায়নি।

থানার ওসি কালারমারছড়া ফাঁড়ির পুলিশকে দায়িত্ব দিলেও তারা অবহেলা করেছেন বলে অভিযোগ করেন আফরোজার বড়ভাই মিজান।

এই ঘটনা ধামাচাপা দিতে বাপ্পীর ভগ্নিপতি শহীদুল ইসলাম কাজল বেশ দৌড়াদৌড়ি করেছে বলেও শুনা যাচ্ছিল। তিনি ফাঁড়ির পুলিশকে ম্যানেজ করেছে বলেও অভিযোগ করে মিজান।

গত শুক্রবার কয়েকজন লোক নিয়ে খোঁজ করতে গেলে ফাঁড়ির কনস্টেবল হাসান মিজানকে পিস্তল ধরে ভয়ভীতি দেখায় বলে দাবি করেন মিজান।

এলাকাবাসীর মতে এ হত্যার সাথে বাপ্পী ও তার মা রোকেয়া হাসানসহ পরিবারের লোকজন জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Younus biswas ১৮ অক্টোবর, ২০২০, ২:১১ পিএম says : 0
এই ............র হত‍্যাকারীকে ধিরয়ে দিন। পুলিশ নিরপেক্ষ কাজ করুন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন