বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিঠুনপুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ২:০৮ পিএম

এবার ধর্ষণের অভিযোগ উঠলো বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে৷ পাশাপাশি অত্যাচার ও অনিচ্ছাকৃত গর্ভপাতের অভিযোগ আনা হয়েছে পর্দার ফাটাকেস্ট'র স্ত্রী যোগিতাবালীর বিরুদ্ধেও৷ সম্প্রতি মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় এমনই এক অভিযোগ দায়ের করেছেন ভোজপুরি অভিনেত্রী মাদলসা শর্মা৷

মাদলসা শর্মা অভিযোগ পত্রে দাবি করেছেন, '২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। মিমো তাকে বাড়িতে ডাকেন এবং সফট ড্রিংকে নেশার ওষুধ মিশিয়ে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করেন। এরপর ওই ভোজপুরী নায়িকাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর বহুবার বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্ক বজায় রাখেন মিমো। কিন্তু বিয়ের প্রসঙ্গে এড়িয়ে যেতে থাকেন নানাভাবে।'

এরপর ওই নায়িকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানোর পরামর্শ দেন মিমো, না মানলে জোর করে তাকে কিছু ওষুধ খাইয়ে দেয়। যার জেরে নিজের সন্তানকে হারান ওই নায়িকা। তবে শুধু মিমোই নয়, তার মা অর্থাৎ মিঠুনের স্ত্রীও অত্যাচার চালিয়েছে ওই নাকিয়ার ওপর৷ নিয়মতি হুমকি দিত যোগিতাই, এমনই অভিযোগ৷ যদিও এই অভিযোগ নিয়ে একেবারেই বিচলিত নয় চক্রবর্তী পরিবার৷

২০১৮ সালে প্রথম এই ঘটনা সামনে আসে। সেই সময়ই প্রথম মিমোর বিরুদ্ধে অভিযোগ আনেন এই ভোজপুরী নায়িকা। ধর্ষণের মামলায় গ্রেফতারও হতে হয়েছিল মিমোকে। কিন্তু জামিনে ছাড়া পেয়েই প্রেমিকা মাদালসা শর্মার সঙ্গে বিয়ের পর্ব সেরে নেন মিমো। এরপর চক্রবর্তীর পরিবারের হুমকির জেরে মুম্বই থেকে দিল্লিতে চলে আসেন ওই নির্যাতিতা, দাবি তাঁর। সেই সময়ই দিল্লির এক আদালতে মিমো ও যোগিতাবালির বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নির্যাতিতা। গোটা বিষয় নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন নির্যাতিতা।

দিল্লির আদালতের তরফে সাফ জানানো হয়েছে, 'প্রাথমিক প্রমাণ যথেষ্ট ধর্ষণের মতো গুরুতর মামলায় মিমোর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে।' এমনকি, অভিযুক্তরা যে প্রভাবশালী সে কথাও নিজের পর্যবেক্ষণে জানায় আাদালত। অবশেষে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা রুজু হলো মিমোর বিরুদ্ধে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন