নিজ এলাকার শিল্পীদের কথা দুরবস্থার কথা ভেবে সঙ্গীতশিল্পী মঞ্চে গান গাওয়া শুরু করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মন্টব ইউনিয়নের ভাকুম গ্রামে মধুর মঞ্চে পালা গানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মমতাজও তিনটি গান পরিবেশন করেন। নিজ এলাকার সাধারণ শিল্পীদের কথা বিবেচনা করে এখন থেকে করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতি মাসে মধুর মঞ্চে পালা গানের আয়োজন করা হবে বলে জানান মমতাজ। মমতাজ বলেন, ‘আমাদের গ্রামে-গঞ্জে যেসব শিল্পী বিখ্যাত নন, কিন্তু খুব ভালো গান করেন এবং নিয়মিত স্টেজ শো’তে গাইতেন তারা বেশ খারাপ অবস্থায় রয়েছে। যেহেতু মধুর মঞ্চ বাউলদের, তাই ছোট ছোট অনুষ্ঠান শুরু করা গেলে সাধারণ শিল্পীদের জন্য উপকার হবে। আমি সবসময়ই আমার এলাকার মানুষ, বাউলশিল্পী, সাধারণ শিল্পীদের জন্য নিবেদিত। প্রতিমাসে এই অনুষ্ঠান চলতে থাকবে।’ উল্লেখ্য, শুক্রবার মমতাজ সিঙ্গাইরে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এগুলো হলো বাস্তা-মানিকনগর সড়ক, ভূমদক্ষিণ-খাসেরচড় সড়ক ও কিটিংচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও গেট নির্মাণ। এলাকাবাসীর মতে বিগত এক যুগেরও বেশি সময় মমতাজ তার নিজ এলাকা সিঙ্গাইরকে সিঙ্গাপুরে পরিণত করেছেন। মমতাজ এখন থেকে স্বাস্থ্য বিধি মেনে স্টেজ শো’তে অংশ নেবেন বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন