শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জঙ্গি শামীমের লাশ পরিবার নেয়নি, সাড়ে তিন বছর পর হস্তান্তর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম


রাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ক্যাম্পে আত্মঘাতী হওয়া নিহত জঙ্গি শামীমের (২৫) লাশ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে র‌্যাব-১ এর পক্ষ থেকে লাশ দাফনে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়, ২০১৭ সালের ১৭ মার্চ ওই ঘটনায় নিহত হবার পর থেকে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের হিমাগারে রাখা ছিলো। প্রথমে অজ্ঞাত হিসেবে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। পরে নিহতের পরিচয় নিশ্চিত হবার পর যোগাযোগ করা হলে পরিবার লাশ গ্রহণে রাজি হয়নি। র‌্যাব-১ এর সিনিয়র এসপি মো. নজমুল হক জানান, নিহতের নাম শামীম (২৫)। তার বাড়ি নরসিংদীতে। বাবার নাম সাইদুর রহমান। ২০১৭ সালের ১৭ মার্চ আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন তিনি। ময়নাতদন্তের পর লাশটি মর্গে রাখা হয়েছিলো। নিহতের পরিবার লাশটি গ্রহণে অস্বীকৃতি জানালে দাফনের জন্য গতকাল আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন