শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘বাহরাইনের ৯৫ ভাগ মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১:৩৮ পিএম

বাহরাইনের শতকরা ৯৫ ভাগ মানুষ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধী। একথা জানিয়েছে বাহরাইনের সবচেয়ে বড় রাজনৈতিক জোট আল-ওয়েফাক ন্যাশনাল সোসাইটি।
গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন এক প্রতিনিধি দলের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে বাহরাইন। যদিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে বাহরাইনের শতকরা ৯৫ ভাগ মানুষ।
এ অবস্থায় আল-ওয়েফাক জোট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তে পৌঁছায় ইসরায়েল ও বাহরাইন। আরব দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দেশ যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। সূত্র : পার্সটুডে

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওমর ফারুক ১৯ অক্টোবর, ২০২০, ৩:৩৬ পিএম says : 0
বাহরাইনকে এই ভুলের মাসুল দিতেই হবে ইনশাআল্লাহ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন