বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কুয়েতে প্রথমবারের মতো আট নারী বিচারপতি নিয়োগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৩:৫৬ পিএম

উপসাগরীয় রাষ্ট্র কুয়েতে প্রথমবারের মতো বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন আট নারী বিচারপতি। কুয়েত সুপ্রিম কোর্টে ৫৪ নতুন বিচারপতির মধ্যে ৮ নারী বিচারপতি হলেন- ফাতেমা-আল-সাগির, ফাতেমা-আল-কানডারি, সানাবেল আল-হাউতি, ফাতেমা-আল ফারহান, বাশির শাহ, বাশায়েত আল রাকডন, রাওয়াত আল টাটাবে এবং লুলয়া-আল ঘানিম।
কুয়েত উইমেন্স অ্যান্ড সোশ্যাল কালচারাল সোসাইটির প্রধান লুলওয়া সালেহ আল মুল্লা বলেন, বিচারক হিসেবে দায়িত্ব পালনে নারীর অধিকার আদায়ে তার সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই করছিল। বিচারপতি হিসেবে নারীদের নিয়োগ আমাদের কাছে বড় জয়। আশা করছি, পুরুষের চেয়ে নারীরা যে কোনো অংশে পিছিয়ে নন- এবার তা প্রমাণ হবে।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, এ নিয়োগগুলো হৃদয়গ্রাহী। বিশ্বাস করি, আমরা উন্নত দেশগুলোর তালিকার দিকে এগিয়ে চলেছি।
এ প্রসঙ্গে কুয়েতের সুপ্রিম জুডিসিয়াল পরিষদের চেয়ারম্যান ইউসেফ আল মাতাওয়া জানান, নারী বিচারপতি হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের কাজের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
নিজেদের অধিকার আদায়ে আইনি লড়াইয়ে নামেন কুয়েতের নারীরা। অবশেষে ২০০৫ সালে দেশের নারীদের ভোটাধিকারের অধিকার দেয় কুয়েত সরকার। এর চার বছর বাদে ২০০৯ সালে প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য পায় কুয়েত। খবর এএফপি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Emdad ১৯ অক্টোবর, ২০২০, ৪:১৭ পিএম says : 0
Ami mone kore akhon odhopoton er deke jabe Kuwait
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন