শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে দরিদ্র কৃষকের বসত ঘর ভেঙে জমি দখলের চেষ্টা

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৪:৩৬ পিএম

নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের দরিদ্র কৃষক মোশারেফ হোসেনের বসত ঘর ভেঙে জমি দখলের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। সোমবার সকালে ওই গ্রামের লিটু শেখ ও জাহিদ শেখের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী মোশারেফ এর বসত ঘর ভেঙে ফেলেন এবং আসবাবপত্র তছনছ করে বাইরে ফেলে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদ শেখ ও তার বাবা শেখ মোহাম্মদ আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

ঘরের মালিক দরিদ্র মোশারেফ অভিযোগ করেন লিটু ও জাহিদের চাচা জাহাংগীরের কাছ থেকে এক বছর আগে তিনি ১৬ শতাংশ জমি ক্রয় করেন । সেখানে তিনি ঘর নির্মান করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। প্রতিপক্ষরা তাদের ওয়ারিসের ওই জমি ফিরিয়ে দেয়ার জন্য তার ওপর বিভিন্নভাবে চাপ সৃস্টি করে ব্যার্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে লিটু শেখরা ঘর ভেঙে মোশারেফকে উচ্ছেদের চেষ্টা চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন