বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৬

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক রেড ইন্ডিয়ান পরিবারের তিন সদস্য ও এক জার্মান ছাত্র রয়েছেন বলে গত শনিবার জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি অবতরণ করার সময় উড়োজাহাজটি ফ্রেডেরিক্সবার্গের নিকটবর্তী শ্যানন বিমানবন্দরের প্রান্তে গাছপালার ওপর আছড়ে পড়ে। এলাকাটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি. থেকে ৫৫ মাইল দক্ষিণ-পশ্চিমে। ভার্জিনিয়া অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র কোরিনি গেলার এক বিবৃতিতে জানান, গত শুক্রবার দুপুর ১২টা ২৪ মিনিটে উড়োজাহাজটি রানওয়েতে একবার নেমে আবার উঠে গিয়ে ফের নামার প্রস্তুতি নেয়ার সময় সম্ভবত এর ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে পড়ে যায়। তিনি বলেন, উড়োজাহাজটি বামদিকে কাত হয়ে গাছের ওপর পড়ে বিধ্বস্ত হয়, সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। অঙ্গরাজ্য পুলিশ, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে তদন্ত শুরু করেছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে ছয়টি লাশই উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে উড়োজাহাজটির পাইলট উইলিয়াম হ্যামারস্ট্যাড (৬৪) এবং এর স্বত্ব¡াধিকারী রবার্ট ডি রসও (৭৩) রয়েছেন। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন