শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

উত্তর সাইপ্রাসে তুরস্কপন্থীর জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

উত্তর সাইপ্রাসে প্রেসিডেন্ট ভোটে জিতলেন এরসিন তাতার। তিনি বর্তমানে প্রধানমন্ত্রী। তিনি পেয়েছেন ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট। আর দুই সাইপ্রাসের ঐক্যের পক্ষে থাকা মুস্তাফা অ্যাকিনসি পেয়েছেন ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট। দক্ষিণপন্থী নেতা তাতারকে তুরস্ক সমর্থন করছিল। তাতার উত্তর সাইপ্রাসের আলাদা অস্তিত্ব রক্ষার পক্ষপাতী। তুরস্কও সেটাই চায়। তিনি জেতার পরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তাকে অভিনন্দন জানিয়েছেন। এরদোগান টুইট করে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য আমি এরসিন তাতারকে অভিনন্দন জানাচ্ছি। তুরস্ক তাকে ও দেশের মানুষদের সব ধরনের সাহায্য করে যাবে। অ্যাকিনসি হার মেনে নিয়েছেন। তিনি রিপাবলিক অফ সাইপ্রাসের সঙ্গে উত্তর সাইপ্রাসের মিলনের পক্ষে ছিলেন। তিনি বলেছেন, এবারের নির্বাচন ঠিক স্বাভাবিক ছিল না। তবে এই ফলে আমার ৪৫ বছরের রজনৈতিক জীবন শেষ হলো। আমি দেশের লোকের সৌভাগ্য কামনা করছি। উত্তর সাইপ্রাসে ভোটদাতার সংখ্যা হলো দুই লাখ। গত সপ্তাহে প্রথম রাউন্ডে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। অ্যাকিনসি ২০১৫ সালে ৬০ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে তার জয়ের সম্ভাবনা ছিল। বিশেষ করে তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী এর্থুমান তাকে সমর্থন করার পর। কিন্তু অ্যাকিনসি ছিলেন তুরস্কের রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধী। তিনি আগে জানিয়েছিলেন, তাকে নিয়মিত হুমকি দেয়া হচ্ছে এবং প্রার্থীপদ প্রত্যাহার করতে বলা হচ্ছে। পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে এখন গ্রিসের সংঘাত চলছে। এই অবস্থায় উত্তর সাইপ্রাস ও রিপাবলিক অফ সাইপ্রাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে দিক থেকে দেখতে গেলে এই ফলাফল এরদোগানের পক্ষে স্বস্তির কারণ হবে। ডয়চে ভেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন