শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আইয়ুব বাচ্চুর গান ও বিভিন্ন তথ্য নিয়ে ওয়েবসাইট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

প্রখ্যাত ব্যান্ডশিল্পী মরহুম আইয়ুব বাচ্চুর গান নিয়ে সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে ডিজিটাল আর্কাইভ ও ওয়েবসাইট। গত ১৮ অক্টোবর তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আর্কাইভ ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এতে রয়েছে আইয়ুব বাচ্চুর ২৭২টি নিবন্ধিত গানসহ অনেক তথ্য। আগারগাঁওয়ে বাংলাদেশ কপিরাইট অফিসে এক আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে এই আর্কাইভের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন। প্রতিমন্ত্রী বলেন, আইয়ুব বাচ্চু অসংখ্য গান তৈরি করে গেছেন, যা আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে। এটা সংরক্ষণে কপিরাইট অফিসের এই উদ্যোগ সাধুবাদযোগ্য। একইসঙ্গে দেশের অন্য যেসব শিল্পীরা আছেন, তাদেরও কপিরাইট নিবন্ধন নিশ্চিত করা উচিৎ। কারণ তাদের সব সৃষ্টি বাংলাদেশের সম্পদ। পাশাপাশি আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্বও সরকারের। আয়োজনে যুক্ত হন আইয়ুব বাচ্চুর কন্যা ফাইরুয সাফরা আইয়ুব। তিনি কপিরাইট অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার বাবা কপিরাইট আন্দোলনে অনেক আগে থেকেই যুক্ত ছিলেন। সেটা ২০২০ সালে এসে সফল হলো। এটা আমাদের ও দেশের সকল শিল্পীদের জন্য বড় প্রাপ্তি। আইয়ুব বাচ্চুর ওয়েবসাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, ওয়েবসাইটে শুধু গান নয়, থাকছে আইয়ুব বাচ্চুর লাইফ প্রোফাইল, তার দল এলআরবির ছবিসহ বর্ণনা, আইয়ুব বাচ্চু ও এলআরবি সংক্রান্ত যাবতীয় তথ্য, জীবনের উল্লেখযোগ্য ঘটনা, বিভিন্ন কনসার্ট-ট্যুরের বর্ণনা, গানের অডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা।এছাড়া আইয়ুব বাচ্চুর রূপালী গিটারসহ তার ব্যবহৃত ৫০টিরও বেশি গিটারের একটি থ্রিডি ডিজিটাল মিউজিয়ামও এখানে যুক্ত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন