বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১১:৪৩ এএম

পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। বিরতীহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। মোট ১৪,৭৬৬জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৫৯৩জন এবং মহিলা ভোটার ৭১৭৩জন।
এদিকে ভোটদান অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য ভোট গ্রহনের জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভ্রাম্যমান আদালতসহ মাঠে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মহিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও স্বতন্ত্রসহ ২ জন প্রার্থী, ৯টি সাধারন সদস্য আসনে ১ নারীসহ ৩৫জন এবং সংরক্ষিত ৩টি নারী সদস্য আসনের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়াদ উত্তীর্ন হওয়ায় পটুয়াখালীতে আজ এই একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন