শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২ জনের শহরে মানা হচ্ছে করোনা সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

করোনা প্রতিরোধে বর্তমানে বিশ্বের প্রায় সমস্ত শহরগুলোতেই সামাজিক দ‚রত্ব মেনে চলা হচ্ছে। তবে এবার ইতালির নরটস্কি নামের ছোট্ট শহর দেখা মিলল এক অদ্ভুত ব্যাপারের। শহরটিতে জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪) নামে মাত্র দুইজন। কিন্তু তা সত্বেও করোনা প্রতিরোধে তারা কঠোরভাবে মেনে চলছেন সকল সতর্কতা। মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শহরটি ইতালির পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত। ওই শহরে তাঁদের কোনও প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা কোনও ধরণের ঝুঁকি নিতে চান না। তবে এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দ‚রহ ব্যাপার। এত উচ্চতা সত্তে¡ও সেখানে মাস্ক পড়েন ক্যারিলি এবং নোবিলিও। শহরটির বাসিন্দা ক্যারিলি সিএনএনকে জানিয়েছেন, এই ভাইরাস থেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তবে আমার দেখাশোনা কে করবে? আমার বয়স হয়েছে, তবে আমি আমার ভেড়া, গোরু, মৌমাছি এবং বাগানের যতœ নিতে এখানে থাকতে চাই। আমি আমার জীবনটা খুব ভালভাবে কাটাচ্ছি। সিএনএন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন