বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইএসের নেট সংযোগ বন্ধের চেষ্টায় ইরাক

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইন্টারনেট সেবা বন্ধ করতে স্যাটেলাইট কোম্পানিগুলোকে রাজি করানোর চেষ্টা করছে ইরাক সরকার। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারণা যন্ত্র হিসেবে ব্যবহার করে আইএস। ইন্টারনেটের মাধ্যমে অনুসারীদের জিহাদে যোগ দিতে উৎসাহিতও করা হয়। ইরাক সরকার দলটির এই প্রচার বন্ধ করতে চাইছে। টুইটার ও টেলিগ্রামের মত অ্যাপসে আইএস এর কার্যক্রম সীমিত করার চেষ্টা করা হচ্ছে। ইরাকের যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যেসব স্যাটেলাইট কোম্পানি ইরাকে ইন্টারনেট সেবা দেয় তাদের সঙ্গে তারা কথা বলেছে। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। কিন্তু সুনির্দিষ্ট কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার প্রক্রিয়া বেশ কঠিন এবং এজন্য আরও সময় প্রয়োজন। এখন পর্যন্ত শুধুমাত্র আবুধাবির রাষ্ট্রীয় মালিকানাধীন স্যাটেলাইট কোম্পানি ইয়াহসাত ইরাক সরকারকে এ বিষয়ে সহযোগিতা করতে রাজি হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। ইয়াহসাত এর ভোক্তা ব্রডব্যান্ডের নাম ইয়াহক্লিক। রয়টার্সের পক্ষ থেকে সিরিয়ার রাক্কায় অবস্থিত একজন আইএস যোদ্ধার আইপি অ্যাড্রেস অনুসরণ করে দেখা যায়, সে ইয়াহক্লিক ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশ করেছে।
আইএস তাদের ইন্টারনেট ব্যবহার করে কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইয়াহসাত। তবে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, তারা সমস্ত আইন-কানুন মেনে ব্যবসা করছে। সিরিয়ায় আনুষ্ঠানিকভাবে তারা কোনো ইন্টারনেট সেবা দেয় না। ইরাকে যেসব কোম্পানি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে ইয়াহসাত তার অন্যতম। কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা ইয়াহক্লিক বিক্রি করে। ইয়াহসাত ছাড়া যুক্তরাজ্যের স্যাটেলাইট কোম্পানি অ্যাভন্টি ও ফ্রান্সের উতেলসাত মধ্যপ্রাচ্যের অধিকাংশ এলাকায় ইন্টারনেট সেবা দেয়। বিবিসি, রয়টার্স।
জাতিসংঘ মহাসচিবসহ ৩০ বিশ্বনেতা ও ৬০ দেশের প্রতিনিধি লন্ডন সম্মেলনে যোগ দিয়েছেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন