বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬ হাজার মানুষ হত্যায় ফেঁসে যাচ্ছেন দুতার্তে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ফিলিপিন্সজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানে বহু মানুষ হতাহতের ঘটনার দায়ভার নিজের ওপর পড়তে পারে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সোমবার রাজধানী ম্যানিলায় এক বৈঠকে বলেন, মাদক এবং সন্ত্রাসী কর্মকাÐ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মুখোমুখি হতে পারেন। এমনকি কারাগারে জেলে যেতে হতে পারে তাকে। তবে এর জন্য প্রস্তুত আছেন বলেন প্রেসিডেন্ট দুতার্তে। ২০১৬ সাল থেকে দেশব্যাপী রক্তক্ষয়ী মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে দুতার্তে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে এ পর্যন্ত মাদচক্রের ৬ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানায় দেশটির পুলিশ। তবে মানবাধিকার সংস্থার তথ্যমতে, হতাহতের সংখ্যা অনেক বেশি। দুতার্তে বলেন, ‘মাদক যুদ্ধে’ মৃত্যুর জন্য আপনি আমাকে দায়বদ্ধ করতে পারেন’। অভিযানে আপনি যদি নিহত হন বলব, তাহলে মাদকের মতো জঘন্য অপরাধে জড়িয়ে ছিলেন’। বৈঠকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটাকে যদি আপনারা অপরাধ বলুন তবে আমাকে কারাগারে পাঠানোর জন্য আদালতে নেন। এতে আমার কোনো আপত্তি নেই। দেশের সেবা করতে গিয়ে যদি আমাকে কারাগারে যেতে হয়, আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। মাদক পুরো জাতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন