শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন কিনা-তারও খোঁজ নিতে বলা হয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিবার ও পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ছাড়াও সরকারি-বেসরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা যেন বিঘিœত না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালগুলোর সার্চ ডোর, মেটাল ডিটেক্টর, সিসিটিভি স্থাপন করা হবে। একই সঙ্গে নিরাপত্তা কর্মী বাড়ানোর জন্য বলা হয়েছে সংশ্লিষ্টদের। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দিতে হবে। আর সরকারি হাসপাতালগুলোতে বাড়াতে হবে পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা। এ ছাড়া রোগীর সঙ্গে আসা বা রোগীকে দেখতে আসা ভিজিটরদের প্রতিও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে অনুপস্থিত শিক্ষার্থী এবং শিক্ষকদের খোঁজ নিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রাণালয়।
কর্মকর্তারা জানান, বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত যেসব শিক্ষক-শিক্ষার্থী অনিয়মিত বা দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন তাদের বিষয়ে খোঁজ নেওয়ার জন্যে পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন