শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাজায় আবারো ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ৩:১৪ পিএম

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গাজার বেশকিছু কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) অত্যাধুনিক যুদ্ধবিমানের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে ইসরায়েলি বাহিনী গাজার দেইর আল-বালা এলাকার কৃষি খামারে বিমান হামলা চালায়। এত গাজার বেশকিছু কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলের ইংরেজি দৈনিক টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট দাবি করেছে, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় গোলাবর্ষণ করেছে।

ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইসরায়েল তার জবাব দিয়েছে। প্রায়ই ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে থাকে।

এদিকে, মঙ্গলবার শেষ বেলায় সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে। কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও হামলার কথা নিশ্চিত করেছে। তবে কোনও পক্ষ থেকেই হামলায় ক্ষয়ক্ষতির কথা পরিষ্কার করে জানানো হয়নি।
বিমান ও ট্যাংক হামলা চালানোর পাশাপাশি গত সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরবরাহ এবং একটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে বন্ধ হয়ে গেছে গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। এছাড়া গাজা উপকূলে ফিলিস্তিনিদের মাছ ধরার ওপরেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি বাসিন্দার অর্ধেকের বেশিই চরম দারিদ্রের কবলে রয়েছে। ফিলিস্তিনি এই ভূখন্ডটি ২০০৭ সাল থেকেই ইসরায়েলের কঠোর অবরোধের আওতায় রয়েছে। সূত্র : এএফপি, রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Jack Ali ২১ অক্টোবর, ২০২০, ৪:০৮ পিএম says : 0
O'Allah no Muslim is helping them. O'Allah O'Allah protect them and take revenge and destroy Israel. Ameen
Total Reply(0)
mostafizur rahman ২১ অক্টোবর, ২০২০, ৫:০২ পিএম says : 0
The world living people are afraid of the COVID-19 .The Israel utilize the opportunity to destroy the right of GAZA people live their land.They attack people and demolish their house by plane and BULLDOZER and try to displace them or kill them and take their right to live in their land. It is not right and it is inhuman The Barbarian acts. of the Israel Which the world human society can not tolerate.We need a PEACE in the world . Stop to attack to the Palestinian and stop demolishing their house .Let them freely live in the land , give the freedom and PEACE in their land.(Palestinian Mostafizur Rahman Ex.freedom fighter Bangladesh 1971 gmostam7@gmail.com Canada
Total Reply(0)
habib ২১ অক্টোবর, ২০২০, ৬:২৭ পিএম says : 0
OIC member and GULF state should be responsibly for the illegal terror state of Israel frequently killing innocent Palestine. i strongly condemn with the attack by terror nation of Israel....
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন