শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ১২ অগাস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-জেদ্দা রুটে হজ যাত্রী পরিবহন শুরু কয়েছে। এ রুটে মোট ১১টি ডেডিকেটেড ফ্লাইটের প্রথম ফ্লাইট বোয়িং৭৭৭ বিজি-৩০৩৩-এ ৪১৪ জন হজ যাত্রী নিয়ে স্থানীয় সময় রাত ৯:৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়। এ সময় বিমানের পরিচালক বিপণন ও বিক্রয় বিমানবন্দরে উপস্থিত থেকে হজ যাত্রীদের বিদায় জানান। উল্লেখ্য, শুক্রবার রাতে আরও একটি শেড্যুল ফ্লাইট মোট ১৮৮ জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়। আগামী ২৯ অগাস্ট পর্যন্ত চট্টগ্রাম থেকে অবশিষ্ট ১০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এ বছর বাংলাদেশ থেকে ১০১,৭৫৮ হজ যাত্রী সউদী আরব যাবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন মোট ৫২০০ জন অবশিষ্ট ৯৯,৫৫৮ জন যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়। এ বছর বিমানে যাবেন মোট ৫১০০০ জন হজ যাত্রী, এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় যাবেন ৫২০০ অবশিষ্ট ৪৫,৮০০ যাবেন বেসরকারী ব্যবস্থাপনায়। উল্লেখ্য, গত ০৪ অগাস্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের ‘হজ ফাইট কার্যক্রম-২০১৬’-এর শুরু হয় শেষ হবে আগামী ০৫ সেপ্টেম্বর ২০১৬। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন