বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লকডাউন শেষ হয়েছে ভাইরাস নয় : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারিতে উৎসবের দিনগুলোতে সতর্ক ও সাবধানে থাকার আহŸান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, কখনোই ভাববেন না করোনা শেষ হয়ে গেছে। লকডাউন শেষ হয়েছে, কিন্তু ভাইরাস নয়। উৎসবের দিনগুলোতেও সাবধানে ও সতর্কতা মেনে চলতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবারও গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্তের কথা জানানো হয়েছে। আসন্ন উৎসব মৌসুমে সংক্রমণ আরও বেড়ে যাওয়া আশঙ্কা করা হচ্ছে। ভাষণে নরেন্দ্র মোদি বলেন, কৃষক অনেক সময় মাঠে পাকা ফসল দেখে ভাবেন তার কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা নয়। যতক্ষণ না ফসল ঘরে উঠছে ততক্ষণ কাজ শেষ নয়। অর্থাৎ, যতক্ষণ না করোনাভাইরাসের বিনাশ হচ্ছে, ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ভারতে করোনা সংক্রমণ এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা কিছুতেই পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দিতে পারি না। মোদি আরও বলেন, এখন বহু মানুষ রাস্তায় বের হচ্ছেন, কাজে যাচ্ছেন, জীবনে একটা গতি এসেছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আবার যাতে এই গতি থমকে না যায়। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন