শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তৃতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১১:১৫ এএম

নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত রয়েছে। সোমবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা ধর্মঘটে সব ধরনের নৌযানে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে লাইটারেজ জাহাজে পণ্য উঠানামা বন্ধ আছে।

পণ্য খালাস করতে না পারায় জাহাজ প্রতি ১৫ থেকে ২০ হাজার ডলার লোকসান দিতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান শ্রমিক নেতারা। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের কারণে বন্দরে অবস্থানরত কয়লা, সার, পাথরসহ মোট ১৪টি জাহাজের পণ্য খালাস করা যাচ্ছে না।

এদিকে, সমস্যা সমাধানে বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে কর্তৃপক্ষ ও নৌযান মালিক-শ্রমিক নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md sayed ২২ অক্টোবর, ২০২০, ৫:৩৯ পিএম says : 0
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন